ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

টাইগারদের রানের পাহাড় ভাঙার চেষ্টা জিম্বাবুয়ের 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৩১, ১৩ নভেম্বর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত


মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫২২ রানের জবাবে দ্বিতীয় দিনে ব্যাট করছে সফরকারী জিম্বাবুয়ে। প্রথম সেশনে দুই উইকেট পরে যাওয়ার পর দ্বিতীয় সেশনে দ্রুত দুই উইকেট পড়লে বিপদে পড়ে যায় জিম্বাবুয়ে। এরপর টাইগার বোলিংয়ের বিপক্ষে টেইলর-মুর জুটিতে প্রতিরোধ গড়ে তুলছে জিম্বাবুয়ে।

আগের দিনের শেষ ওভারগুলো সামলাতে নাইটওয়াচম্যান হিসেবে ডোনাল্ড তিরিপানোকে নামিয়েছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন ঠিকভাবে দিন শেষ করে তৃতীয়দিনও চারির সাথে ঘণ্টাখানেক কাটিয়ে দেয় তিরিপানো।

অবশেষে ২৯তম ওভারে দলীয় ৪০ রানে সেই তিরিপানোকে সাজঘরে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। দলীয় ৯৬ রানের মাথায় জিম্বাবুয়ে তৃতীয় উইকেট হারায়। ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করা ব্রায়ান চারি ১২৮ বলে ৬টি চার আর দুটি ছক্কায় ৫৩ রানের ইনিংস সাজান। মিরাজের ঘূর্ণিতে মুমিনুলের তালুবন্দি হন তিনি।

দ্বিতীয় সেশনের শুরুতে আবার আঘাত হানেন তাইজুল। বোল্ড করেন শন উইলিয়ামস। ১২৯ রানের মাথায় সফরকারীরা চতুর্থ উইকেট হারায়। দলীয় স্কোরকার্ডে ২ রান যোগ হতেই জিম্বাবুয়ে শিবিরে ফের আঘাত হানে তাইজুল। তার চতুর্থ শিকারে রানের খাতা খোলার আগেই ফিরলেন সিকান্দার রাজা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৩.৪ ওভারে ২৩৫ রানে ৫ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। ব্রেন্ডন টেইলর ব্যাট করছেন ৭৯ রানে আর পিটার মুর ব্যাট করছেন ৬৪ রানে।

এর আগে মুমিনুল হকের ১৬১ ও মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে (২১৯) বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ৫২২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে।

জবাবে দ্বিতীয় দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ২৫ রানে এক উইকেট হারায় জিম্বাবুয়ে। এর আগে সিলেট টেস্টে ১৫১ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে জিম্বাবুয়ে।

নিউজওয়ান২৪/এমএম

খেলা বিভাগের সর্বাধিক পঠিত